আপুর থেকে অনেক দিন হলো খাবার নিচ্ছি। আমার বাচ্চার প্রথম সলিড খাবার শুরু করি আপুর তৈরী আয়রন সুজি দিয়ে। এরপর বাদাম সুজি,স্টেজ১ সিরিয়াল, বাউন রাইস সিরিয়াল, মাখন নেই। মাশাআল্লাহ আমার বাচ্চা খায় ৷ আপুর পেজ এর সবচেয়ে ভালো লাগার বিষয হচ্ছে আপুর তৈরী খাবারের বৈচিত্র্যপূর্ণ রেসিপি। যা আমার খুবই কাজে লেগেছে। আপুর পেজ থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছি বাচ্চাদের খাবার সম্পর্কে। এজন্য আপুকে অনেক ধন্যবাদ। সবশেষে বলতে চাই ইলা’স কিচেন পেজ এর হোমমেইড খাবার আমার বাচ্চার খাবার এর পুষ্টির চিন্তা অনেকটা সহজ করে দিয়েছে। এজন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ।
1Ela’s Kitchen – Homemade Baby Food1 comment
LoveCommentShare