আমি আমার মেয়ের জন্য খাবার নিতে চাচ্ছিলাম অনলাইনে, সার্চ করতেই কয়েকটি পেইজ আসে। ইলা আপুর পেইজ এ ঢুকে আমার ভালো লেগেছে তাই ফার্স্ট অর্ডার করেছিলাম,,তারপর থেকে আমি অন্য কোনো পেইজ এর কথা চিন্তাও করিনি কখনো।আমি আপুর থেকে এ যাবৎ ব্রাউন রাইস সিরিয়াল, বাদাম সুজি,আয়রন সুজি,মিক্স খিচুড়ি, মিক্স ফ্রুটস, ড্রাই ফ্রুটস, এনার্জি বাটার,কুকিজ নিয়েছি কত ধরনের তা মনেই নেই, কুসকুস, চিজ, মিস্রি আর মনে নেই,,আমি এখন সৌদি আরবে আছি, তারপরেও ইলা আপুর খাবার আমার ঘরে আছে।আর শুধু খাবার না আপুর প্রতিটি পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে।এক কথায় Ela’s kitchen – Homemade Baby food? হচ্ছে প্রতিটি মায়ের জন্য শান্তি, কিছুটা সস্তি আর অনেকটা ভালোবাসা ।জানিনা কি কি লিখছি,আরও কত কি যে বলতেই থাকব তা জানা নেই, আমি বাড়িয়ে বলছি না, আর কোনো গিফট ও লাগবে না,bcz আমি দেশে নাই।আর কিছু লিখবো না,দোয়া করি অনেক বড় হোক এই পেইজ, আর আমি দেশে আসলে যেন বেশি করে অফার পাই
- Knowledgeable staff·
- Fresh food·
- Great selection