“ইলা’স কিচেন”এক ভালোবাসার নাম, নির্ভরতার জায়গা বিশ্বস্ততার প্রতীক ।আমি ৯ মাস বয়সী এক ছেলে সন্তানের চাকুরীজীবি মা। এই সময় কখন কি খাওয়াবো সেইটা চিন্তা করাটা অস্বাভাবিক কিছু না। তবে আমি আপাতত নিশ্চিন্ত ইলা’স কিচেন এর কল্যাণে( কারণ অনেক বেশি নির্ভর করি)। আমি আমার ছেলের জন্য এ পর্যন্ত আনসলটেড বাটার,দুলালচন্দ্রের তালমিছরি,মিক্স খিচুড়ি,বাদাম সুজি,আয়রন সুজি,রাগি পরিজ,কুসকুস,চীজ কিনেছি(কখনো রিভিউ দেয়া হয়নি)। আজও নতুন অর্ডার করবো(আগের যা আছে তা হয়তো আর ৫/৬ দিন পার হবে।এ পেইজে প্রতিটি প্রোডাক্টের পুষ্টিমান বিস্তারিত দেয়া আছে, সেইসাথে আছে রেসিপি ব্যাপারটা আমার খুব ভালো লাগে। যা অনেক চিন্তার অবসান ঘটায়।আমি নিশ্চিন্তে আছি,সেইসাথে নতুন মা-দের বলবো নিশিন্তে থাকুন নিরাশ হবেন না।