Recipes, Baby Food Recipes

মিক্স খিচুরি রেসিপি

কয়েকজন আপু চিকেন কিমা দিয়ে মিক্স খিচুরির রেসিপি চেয়েছিলেন,তাদের জন্য। একই রেসিপি দিয়ে #Mix_Cereal_Stage1 ও রান্না করে দিতে পারবেন।

উপকরণঃ

★মিক্স খিচুরি ১ টে.চামচ

★চিকেন কিমা ১ টে.চামচ

★পেঁয়াজ বাটা ১/২ চা চামচ

★রসুন বাঁটা ১/৪ চা চামচ

★গোলমরিচ গুড়া ১ চিমটি

★আনসল্টেড বাটার ১ টে.চামচ

★লবণ(বয়স এবং প্রয়োজনমত)

পদ্ধতিঃ

★প্যানে বাটার মেল্ট করে পেঁয়াজ বাটা,রসুন বাটা,চিকেন কিমা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে।

★এবার মিক্স খিচুরি দিয়ে একটু নেড়ে লবণ,গোলমরিচ গুড়া দিয়ে পানি দিতে হবে।

★ঘনঘন নাড়তে হবে।ঘন হয়ে এলে নামিয়ে সহনীয় তাপমাত্রায় বেবীকে খাওয়াতে হবে।

★চিকেন কিমা খুব মিহি কিমা হতে হবে।

★এক টুকরো লেবুর রস মেখে খাওয়ালে ভালো।

#মিক্স_খিচুরি সম্পর্কে বিস্তারিত জানতেঃ

ক্লিক করুন এখানে।

#Mix_Cereal_Stage1 সম্পর্কে বিস্তারিত জানতেঃ

ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published.