৭+ মাস বয়সী বেবীর ফুড মেন্যু
ব্রাউন রাইস সিরিয়াল
এপল রাইস সিরিয়াল
মিক্স খিচুরি
ইন্সট্যান্ট ওটমিল
আয়রন সুজি
Mix cereal stage-1
বাদাম সুজি
আনসল্টেড বাটার দিতে পারেন।
সাথে মিস্টি স্বাদের জন্য অরিজিনাল তালমিছরি,খেজুর চিনি মিক্স করতে পারেন।
পাশাপাশি সিদ্ধ আলু,মিস্টি আলু,গাজর,ফুলকপি,ব্রুকলি,বীট,টমেটো,ডিমের কুসুম, পাকা কলা,সিদ্ধ স্কিন ছাড়ানো আপেল এসব চটকে দিতে পারেন।