Blogs

১০+ মাস বয়সী শিশুর খাবার তালিকা

স্টেজ-২ সিরিয়াল

Beetroot Cereal

মিক্স খিচুরি

বাদাম সুজি

ব্রাউন রাইস সিরিয়াল

এপল রাইস সিরিয়াল

গ্রিন ব্যানানা সিরিয়াল

আয়রন সুজি

Mix cereal stage-1

বাদাম সুজি

Sprouted raagi porridge

খেজুর চিনি

আনসল্টেড বাটার

চিজ

কুসকুস

বেবী পাস্তা

চিজ ক্র্যানবেরী কুকিজ
দিতে পারেন।

সাথে মিস্টি স্বাদের জন্য অরিজিনাল তালমিছরি,খেজুর চিনি মিক্স করতে পারেন।এছাড়া প্রতিদিনের খাবার তালিকায় ★সবুজ এবং রঙিন শাকসবজি ★ফ্রুটস★ডিমের কুসুম★মাছ/চিকেন ইত্যাদি রাখবেন।
এবয়সে ৩ বেলা ভারী মিল পাবে এবং দুইবার হালকা নাস্তা। যেমনঃ ১-২ টা কুকিজ/সবজি সেদ্ধ / ফ্রুটস,প্যানকেক,কেক,পুডিং,কাবাব,বরফি,হালুয়া ইত্যাদি। ​Personalization​

Leave a Reply

Your email address will not be published.